রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বিজিএমইএ সভাপতি হচ্ছেন এস এম মান্নান

নিজস্ব প্রতিবেদক

পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পরবর্তী সভাপতি হচ্ছেন সেহা ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান এস এম মান্নান কচি। তাঁর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের সবগুলোতেই বিজয়ী হয়েছে। অন্যদিকে ফয়সাল সামাদের নেতৃত্বাধীন ফোরাম সব পদে পরাজিত হয়েছে। বিজিএমইএর ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন গতকাল শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। সংগঠনটির ঢাকা ও চট্টগ্রামের ৮৯ শতাংশের বেশি ভোটার বা ২ হাজার ২২৬ জন নিজেদের রায় দিয়েছেন। সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। রাত সাড়ে ১২টার দিকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ীদের তালিকা প্রকাশ করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন। নির্বাচনে সর্বাধিক ১ হাজার ৫১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এস এম মান্নান কচি। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিজিএমইএর বর্তমান সহসভাপতি শহিদুল্লাহ আজিম। তিনি পেয়েছেন ১৪৮৬ ভোট। ঢাকায় সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন-এস এম মান্নান, শহিদুল্লাহ আজিম, আসিফ আশরাফ, আবদুল্লাহ হিল রাকিব, ইমরানুর রহমান, আরশাদ জামাল দীপু, মিরান আলী, শোভন ইসলাম, হারুন অর রশিদ, মোহাম্মদ সোহেল সাদাত, মো. আশিকুর রহমান তুহিন, আনোয়ার হোসেন মানিক, শামস মাহমুদ, মেজবাহ উদ্দিন খান, খন্দকার রফিকুল ইসলাম, নাছির উদ্দিন রাজিব চৌধুরী, আবরার হোসেন সায়েম, শাহাদাত হোসেন, জাকির হোসেন, নুসরাত বারী আশা, মহিউদ্দিন রুবেল, শেহরিন সালাম ঐশী, নুরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিক সাগর, রেজাউল আলম মিরু।

সর্বশেষ খবর