শিরোনাম
রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

তিস্তা সমস্যার প্রতিকার দাবিতে রংপুরে ডাকা কৃষক সমাবেশ পণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তা নদী বিষয়ক সমস্যাবলির প্রতিকার দাবিতে গতকাল রংপুরে ডাকা কৃষক সমাবেশে পুলিশ বাধা দেওয়ায় হতে পারেনি। সমাবেশ ডেকেছিল বাংলাদেশ কৃষক সমিতি। সমাবেশ করতে না পারায় কৃষকরা পরে বিক্ষোভ মিছিল করে ফিরে গেছেন। কৃষক নেতারা বলেন, দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছিল। দাবি ছিল- সারা বছর তিস্তা নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা, ভারতের সঙ্গে দ্রুত পানি চুক্তি করে ন্যায্য হিস্সা আদায়, তিস্তাসহ অন্যান্য নদী, খাল-বিল, জলাশয় পরিকল্পিতভাবে খনন করে তলদেশের নাব্য বজায় রাখা, নদী গবেষকদের পরামর্শের ভিত্তিতে পানি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া, তিস্তার দুই পাড়ে মানুষের যাতায়াত ও কৃষিপণ্য হাটবাজারে নিতে সড়ক ব্যবস্থার উন্নয়ন, নদী ভাঙনে কৃষকের ফসল, গবাদি পশু, ঘরবাড়ি রক্ষার জন্য পরিকল্পিত স্থায়ী বাঁধ নির্মাণ। সমাবেশে আসতে রংপুর বিভাগের ৮ জেলার কৃষককে ডাকা হয়। বেলা ১১টা থেকে বিভিন্ন জেলার কৃষকরা আসতে শুরু করেন। বেলা সাড়ে ১২টায় কৃষক সমিতির নেতারা পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা সমাবেশ না করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি টাউন হল গেট থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। এতে ৫ শতাধিক কৃষক অংশ নেন। বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, কৃষকরা এখানে সরকার পরিবর্তন করতে আসে নাই।  তারা ন্যায্য অধিকারের কথা বলতে এসেছিল। তাতেও পুলিশ বাধা দিয়েছে অনুমতির দোহাই দিয়ে। খুবই দুর্ভাগ্যজনক।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান বলেন, সমাবেশ করতে পুলিশের অনুমতি লাগে উদ্যোক্তাদের এটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো প্রকার অনুমতি নেননি। জনস্বার্থে সমাবেশ বন্ধ করা হয়েছে।

সর্বশেষ খবর