রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

চট্টগ্রামকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয় : স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী। তাই চট্টগ্রামকে বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তদুপরি এই চট্টগ্রামের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আছে। গতকাল দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ষষ্ঠ নির্বাচিত পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে নগরের কিং অব চিটাগং ক্লাবে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য এম. এ  লতিফ, আবদুচ ছালাম ও মহিউদ্দিন বাচ্চু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শের আলী, বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার  ডা. রাজীব রঞ্জন, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা কালাম।  

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, চট্টগ্রামকে দ্বিতীয় রাজধানী হিসেবে ধরে প্রধানমন্ত্রী বেশি অর্থ বরাদ্দ দেন। চট্টগ্রামের প্রায়োরিটি হচ্ছে, এখানে একমাত্র সমুদ্রবন্দর আছে, এটি অর্থনীতির প্রাণকেন্দ্র। আজকের অর্থনীতির চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে আরও কিছু নতুন সমুদ্রবন্দর হচ্ছে।

সর্বশেষ খবর