রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা
ইসলামী আন্দোলনের ডাক

মানুষ যাতে রোজা রাখতে পারে সেই ব্যবস্থা করুন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন। সিন্ডিকেট ব্যবসায়ীদের লাগাম টেনে ধরুন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনে খেয়ে মানুষ যেন রোজা রাখতে পারে সে ব্যবস্থাটুকু করুন।

গতকাল রাজধানীর মিরপুর ১ নম্বর গোলচত্বর প্রাঙ্গণে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আরও বলেন, শিল্পমন্ত্রীর বরই রেসিপি রোজাদারদের সঙ্গে ঠাট্টার শামিল।

এ সময় ডামি সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া মানুষের মুক্তি নেই বলে উল্লেখ করেন তিনি।

এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বক্তব্য রাখেন আশরাফুল আলম, মাওলানা নুরুল ইসলাম নাইম, মুহাম্মাদ মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা কামাল উদ্দিন, যুবনেতা হাফিজুল হক ফাইয়াজ, মাইদুল ইসলাম সিয়াম প্রমুখ।

সর্বশেষ খবর