সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বরিশালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগের বরগুনা জেলার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে একজন রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম নূরজাহান বেগম (৫৫)। তিনি বরগুনার বামনা উপজেলার পূর্ব শফিপুর গ্রামের বাসিন্দা ছিলেন। গতকাল বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দৈনন্দিন ডেঙ্গু রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ২১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। সব শেষ তথ্য অনুযায়ী গতকাল বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন চারজন ডেঙ্গু রোগী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর