সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পুলিশকে মানুষের মন জয় করতে হবে : কেএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেছেন, ‘এখন সময় এসেছে পুলিশকে সদাচরণের মাধ্যমে মানুষের মন জয় করার।’ গতকাল তিনি খুলনার বয়রায় পুলিশ লাইনস মাল্টিপারপাস হলে পুলিশের গ্রান্ড কল্যাণ সভায় এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশ সুশৃঙ্খল বাহিনী। আমাদের মূল দায়িত্ব হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা। সেজন্য কেএমপির সব পদমর্যাদার পুলিশ অফিসার ফোর্সকে অবশ্যই শৃঙ্খলা মেনে চলতে হবে। যে কোনো রকম মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। পুলিশের কোনো সদস্য প্রত্যক্ষ-পরোক্ষ ও পারিপার্শ্বিকভাবে মাদক, অনলাইন জুয়া বা প্রকাশ্য জুয়ার সঙ্গে জড়িয়ে না যান সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল অতিরিক্ত দায়িত্বে ক্রাইম) মোছা. তাসলিমা খাতুন, পুলিশ কর্মকর্তা মোল্লা জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, এম এম শাকিলুজ্জামান, মোহাম্মদ তাজুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মিঠু, মনিরা সুলতানা, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর