সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার : কাদের

বিএনপির পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচনের দাবিকে মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, মধ্যবর্তী নির্বাচন কোন দুঃখে? মামাবাড়ির আবদার! ওবায়দুল কাদের বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ ২৩১টি স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভোট পড়েছে গড়ে ৬০ শতাংশ। নির্বাচন মোটামুটি অবাধ ও সুষ্ঠু হয়েছে। সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। ভোট  শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়ায় নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও বিজয়ী প্রার্থীদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই নির্বাচনে অনেক জায়গায় বিএনপি নেতারাও অংশ নিয়েছেন। কিছু নেতা জয়লাভও করেছেন। নির্বাচনে কোনো দলীয় প্রতীক ছিল না। এরপর বিএনপির মুখে নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে আর কোনো কথা বলার যৌক্তিকতা থাকে না। তারা যত দোষ নন্দ ঘোষ- এ ধরনের একটি মানসিকতায় ভুগছে এবং সেটিই করে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, বিএনপির সঙ্গে বাস্তবতার কোনো যোগসূত্র নেই। প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতেই এ দেশের গণতন্ত্র নিরাপদ। শেখ হাসিনার হাতেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। বিএনপি সমমনাদের সচিবালয় ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমমনস্করা যদি ষড়যন্ত্র করে, সন্ত্রাস করে তবে বিএনপির সেখানে সংশ্লিষ্টতা নেই- এটি মনে করার কোনো কারণ নেই। সন্ত্রাস যেখানে আছে, বিএনপি সেখানে আছে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য একই সময়ে সিঙ্গাপুরে থাকলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কারও সঙ্গেই তার দেখা হয়নি। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর