মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

এবার অফশোর বিডিংয়ে সর্বোচ্চ সাড়ার আশা

দরপত্রে অংশ নিতে আগ্রহী ৫৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

দেশে তেল-গ্যাস অনুসন্ধান আরও বেগবান করতে বাংলাদেশ অফশোর বিডিং ২০২৪ ঘোষণা করা হয়েছে। এজন্য ইতোমধ্যে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার। দেশের স্থানীয় নয়টি জাতীয় দৈনিক ও আন্তর্জাতিকভাবে ইকোনোমিকসে এ-সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। এবার আগের চেয়ে সুবিধা বাড়িয়ে নতুন উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) করা হয়েছে। আর আকর্ষণীয় পিএসসির কারণেই সমুদ্রে বিদেশি কোম্পানির আগ্রহ বেড়েছে। এরই মধ্যে দরপত্রে অংশ নিতে ৫৫টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। এতে বিশ্বের শীর্ষ তেল-গ্যাস কোম্পানিগুলো প্রতিযোগিতা করতে যাচ্ছে। গতকাল রাজধানীর পেট্রোসেন্টারে অফশোর বিডিং রাউন্ড ২০২৪ উপলক্ষে পেট্রোবাংলার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে বক্তারা এসব বলেন। জানা যায়, আগ্রহী কোম্পানিগুলোর মধ্যে আছে মালয়েশিয়ার পেট্রোনাস, সৌদি আরবের সৌদি অ্যারামকো, কুয়েতের কুয়েত অয়েল কোম্পানি, ইন্দোনেশিয়ার পেট্রোমিনা, ভারতের অয়েল ইন্ডিয়া কোম্পানি ও ওএনজিসি ভিদেশ লিমিটেড, জাপানের মিটুসি অয়েল এক্সপ্লোরেশন কোম্পানি লি., কোরিয়ার দাইয়ু ইন্টারন্যাশনাল করপোরেশন, চায়নিজ কোম্পানি চায়না ন্যাশনাল অফশোর অয়েল কোম্পানি ও সিনোপ্যাক, কাতার পেট্রোলিয়াম, অস্ট্রেলিয়ার সান্তোস, যুক্তরাষ্ট্রের শেভরন, কনোকোফিলিপস, এক্সন মবিল, রাশিয়ার গ্যাজপ্রোম, লন্ডনের ব্রিটিশ পেট্রোলিয়ামসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘এবার পিএসসিতে বেশ কিছু নতুন দিক আছে। বিনিয়োগকারীদের জন্য উপযোগী করে পিএসসি তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে অনুসন্ধান কূপের বাধ্যবাধকতা নেই। আকর্ষণীয় পিএসসির কারণে আমরা আশাবাদী আগ্রহী কোম্পানিগুলোর ব্যাপক সাড়া পাব। ব্রেন্ট ক্রুড অয়েলের সঙ্গে সমন্বয় করে গ্যাসের দাম নির্ধারণ করাটা আমাদের জন্য ইতিবাচক।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘এ বিডিংয়ের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত কার্যক্রম শুরু হলো। আমরা চাই তেল-গ্যাস অনুসন্ধানে জড়িত পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানিগুলো, যারা সমুদ্রে নিজেদের সাফল্য দেখিয়েছে তারা এখানে যুক্ত হোক। আমাদের পিএসসি তৈরি করতে তিন বছর ও করোনায় দুই বছর চলে গেছে। এজন্য দরপত্র আহ্বানে দেরি হয়েছে। এখানে এশিয়া, আমেরিকার বহু দেশ আগ্রহ দেখাচ্ছে। আগ্রহী অনেক কোম্পানি ডেটা কিনতে ইচ্ছুক, অনেকে কিনেছেনও। আমরা আশা করছি ভালো পরিস্থিতিতে বিডিং শেষ করতে পারব।’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নূরুল আলম বলেন, ‘সমুদ্রে জ্বালানি অনুসন্ধানে ইতিবাচক সাড়া এসেছে। এবারের পিএসসি গত কয়েকবারের তুলনায় সবচেয়ে আকর্ষণীয়। আমরা আগামী এক মাসের মধ্যে আগ্রহীদের জন্য প্রমোশনাল সেমিনার করব। আমদানিনির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদ আহরণে জোর দিতে হবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার। এতে বলা হয়, গভীর সুমদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ৯টি ব্লকে দরপত্র আহ্বান করা হয়েছে। কোনো কোম্পানি এক বা একাধিক ব্লকে অংশ নিতে পারবে। নতুন পিএসসিতে বিনিয়োগের খরচ বছরে ৭৫ শতাংশ পর্যন্ত উদ্ধারের সুযোগ রয়েছে। এতে ঠিকাদার কোম্পানি দ্রুত বিনিয়োগ তুলতে পারবে। আবার বিনিয়োগ তোলার পর পেট্রোবাংলার লভ্যাংশ বাড়বে।

 

সর্বশেষ খবর