মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

তারমুক্ত শহর হচ্ছে চট্টগ্রাম

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

তারের জঞ্জালে নগর হারাচ্ছে সৌন্দর্য। বাড়ছে বিপদ। ঘটছে অগ্নিকান্ডের মতো ঘটনা। বিদ্যুতের খুঁটিতে এলোমেলো তার, সঙ্গে ডিশ এবং ইন্টারনেটের ক্যাবল, গাছের সঙ্গে জড়ানো তার, মাথার ওপর ঝুঁকিপূর্ণভাবে ঝোলানো বিভিন্ন সংস্থার ক্যাবল চিরাচরিত দৃশ্য হয়ে উঠেছে। তবে এবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের তারের জঞ্জাল দূর করতে কাজ শুরু করেছে। এ লক্ষ্যে অপসারণ করা হচ্ছে সব ধরনের ক্যাবল। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো একটি শহর তারের দৃশ্যমান জঞ্জাল থেকে মুক্ত হতে যাচ্ছে। এ নিয়ে আজ মঙ্গলবার দুপুরে বিপজ্জনক ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে নেওয়ার লক্ষ্যে চসিকের সঙ্গে কাজ বাস্তবায়নকারী সংস্থা সামিট কমিউনিকেশন্স লিমিটেডের চুক্তিস্বাক্ষর হবে। চুক্তি অনুযায়ী সামিট নগরের নালা-ড্রেন ব্যবহার করে ভূগর্ভস্থ নেটওয়ার্ক সৃষ্টি করবে। চসিকের কাউন্সিলর ও প্রকল্প সমন্বয়কারী আবুল হাসনাত মো. বেলাল বলেন, চট্টগ্রাম শহরকে নান্দনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ভূগর্ভস্থ নেটওয়ার্ক সৃষ্টি ও ড্রেনেজ সিস্টেম ব্যবহার করে বিদ্যুৎ, ডিস ও ইন্টারনেট ক্যাবল সঞ্চালন করা হচ্ছে। নগরের নালা-ড্রেন ব্যবহার করে কাজটি হচ্ছে। পাইলট প্রকল্পে নগরের তিনটি ওয়ার্ডে চলমান কাজে বাস্তবায়নকারী সংস্থা সন্তুষ্ট। তিনি জানান, চুক্তির পর প্রথমে দুটি ওয়ার্ড, এরপর ১০টি করে ওয়ার্ডে তার জঞ্জালমুক্ত করার কাজ হবে। দেশে প্রথমবারের মতো তারের জঞ্জালমুক্ত শহর হবে চট্টগ্রাম। এর মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন একধাপ এগোবে। নগর হবে নান্দনিক ও স্মার্ট।

গতকাল সরেজমিন দেখা গেছে, নগরে বেশি তারের জঞ্জাল রয়েছে নিউমার্কেট মোড়, তামাকুি  লাইন, রেয়াজুদ্দিন বাজার, আন্দরকিল্লা, চেরাগি পাহাড়, টেরিবাজার, জামালখান, চকবাজার, বহদ্দরহাট, আগ্রাবাদ, ষোলশহর, কাজীর দেউড়ি, মুহাম্মদপুর, বাদুরতলা, স্টেশন রোড, মুরাদপুর, হালিশহর বড়পুল, চৌমহনী, পতেঙ্গা স্টিল মিল, বন্দর, বারেক বিল্ডিং, দেওয়ানহাট, দিদার মার্কেট, পাহাড়তলী, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা, সদরঘাট, জিইসি মোড়, ষোলশহর দুই নম্বর গেটসহ গুরুত্বপূর্ণ এলাকার বিদ্যুতের খুঁটিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর