মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা আই হসপিটালে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছরের মতো এবারও বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সামনে ‘একসঙ্গে হাত ধরি গ্লুকোমা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে একটি শোভাযাত্রা করা হয়। এ সময় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. সালেহ আহমেদ, প্রফেসর ডা. মো. মনয়ারুল ইসলাম, ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. জেরিন পারভিন, ডা. মজুমদার গোলাম রাব্বি, ডা. আক্তার ফেরদৌসি জাহানসহ সব কর্মকর্তা-কর্মচারী শোভাযাত্রায় অংশ নেন।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. সালেহ আহমেদ দিবসটি উপলক্ষে ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত গ্লুকোমা ইনভেস্টিগেশনের ওপর ২৫ শতাংশ ছাড় ঘোষণা করেন।

সর্বশেষ খবর