মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

র‌্যাবের অভিযানে ৩২ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রমজানকে কেন্দ্র করে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলমপার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে ছিনতাই চক্রের ৩২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রকি (২৪), পাভেল (২৫), অপু (১৯), শফিকুল ইসলাম (১৯), ফরহাদ (২৫), সিয়াম (১৯), মারুফ (২৫), মনোয়ার হোসেন (৩৫), পারভেজ (২২), স্বাধীন (২৫), সিয়াম (১৮), শান্ত মিয়া (১৯), তাজু মিয়া (১৮), শুভ মিয়া (১৮), মুন্না মিয়া (১৮), হদয় খাঁন (১৮), ইব্রাহিম (২৫), নাজমুল (২৫), রফিকুল ইসলাম ওরফে কোদালবাবু (২৪), রফিকুল ইসলাম ওরফে রবিন (২৪), সাজ্জাদ হোসেন ওরফে সাগর (২৫), শফিকুল ইসলাম ওরফে শফি (২৬), আজগর আলী (২৩), রাজিব হোসেন (২০), ফয়সাল (২২), স্বপন মিয়া (৪০), ফারুক মিয়া (৩৫), আল আমিন (১৯), তাইজুল ইসলাম ওরফে সাজু (১৮), সুজন আহমেদ ওরফে ফারুক (৩৫), জসিম মিয়া (১৮) ও আকাশ মিয়া (১৬)। গতকাল রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ এসব জানান।

তিনি বলেন, র‌্যাব-১ এর একাধিক অভিযানে বিমানবন্দর, বনানী, মহাখালী, ভাটারা, আবদুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুর থেকে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। পবিত্র রমজানকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও কিশোর গ্যাং চক্রের তৎপরতা বেড়েছে। ছিনতাইকারী চক্রের সদস্যরা নিরীহ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে। এর প্রেক্ষিতে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করতে সক্ষম হয়। তাদের কাছ হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২১টি চাকু, ১৯টি মোবাইলফোন, একটি মানিব্যাগ, চারটি ছুরি ও নগদ ৯ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।

সর্বশেষ খবর