মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ডিইউজের সভাপতি যৌথভাবে সোহেল-তপু সাধারণ সম্পাদক আকতার

নিজস্ব প্রতিবেদক

ডিইউজের সভাপতি যৌথভাবে সোহেল-তপু সাধারণ সম্পাদক আকতার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সমানসংখ্যক (৮১২) ভোট পেয়ে যৌথভাবে সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আকতার হোসেন। যৌথভাবে নির্বাচিত হওয়ায় প্রথম বছর সোহেল হায়দার চৌধুরী ও দ্বিতীয় বছর সাজ্জাদ আলম খান তপু সভাপতির দায়িত্ব পালন করবেন বলে লটারির মাধ্যমে সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন ৬৩৭ ভোট ও জিহাদুর রহমান জিহাদ ৫৯২ ভোট পেয়েছেন। গত রাতে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ৭৪১ ভোট, সহসভাপতি পদে ইব্রাহিম খলিল খোকন ৫২৩ ভোট ও যুগ্ম সম্পাদক পদে মো. শাহজাহান মিঞা ৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে গোলাম মুজতবা ধ্রুব ৯৪৭ ভোট পেয়েছেন। এ ছাড়া দফতর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, আইনবিষয়ক সম্পাদক আসাদুর রহমান, নারী বিষয়ক সম্পাদক সুমি খান, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুলাল খান বিজয়ী হয়েছেন। সদস্য হয়েছেন জি এম মাসুদ ঢালী, নাসরীন গীতি, এ এম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা ও অন্জন রহমান। এর আগে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ২ হাজার ৮৩৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮৩১ জন ভোট দেন। সভাপতি পদে তিনজন ও সম্পাদক পদে চারজনসহ ১৯টি পদে ৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ খবর