বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও নেফ্রাইটিসে ৮০ ভাগ রোগীর কিডনি নষ্ট হচ্ছে

গবেষণা রিপোর্ট

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

১০-৩০ শতাংশ বা আরও বেশি মানুষের নেফ্রাইটিসের (কিডনির বিভিন্ন সমস্যা) কারণে কিডনি নষ্ট হচ্ছে। ২০-৩০ শতাংশ কিডনি নষ্ট হচ্ছে ডায়াবেটিসের কারণে। ১০-২০ শতাংশ কিডনি বিকল হয় উচ্চ রক্তচাপের কারণে। এ তিন রোগের কারণে ৮০ শতাংশ মানুষের কিডনি নষ্ট হচ্ছে। এর সঙ্গে আছে, বংশগত কারণ, ব্যাকটেরিয়া ও ভাইরাল সংক্রমণ, কিডনিতে পাথর হওয়া, অস্বাস্থ্যকর ডায়েট এবং ওষুধের প্রভাবেও কিডনিজনিত রোগ হতে পারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি রোগ বিভাগের এক গবেষণায় এ তথ্য জানা যায়।

আজ বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর বিশ্বব্যাপী কিডনি রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালিত হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘সুস্থ কিডনি সবার জন্য- বৃদ্ধি পাচ্ছে ন্যায়সঙ্গত সেবার সমান সুযোগ আর নিরাপদ ও সর্বোত্তম ঔষধের অনুশীলন’। দিবসটি উপলক্ষে চমেক হাসপাতাল, সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জানা যায়, চমেক হাসপাতালের কিডনি বিভাগে সব মিলে প্রায় ৯০টি শয্যা আছে। তিনটি সেন্টারে মিলে ডায়ালাইসিস মেশিন আছে ২০টি। তবে এর মধ্যে চারটি ডায়ালাইসিস মেশিনের পানি ফিল্টারিং মেশিন নষ্ট। হাসপাতালে নিয়মিত ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকে। চমেক হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা বলেন, প্রতিনিয়তই কিডনি রোগী বাড়ছে। সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে অধিকাংশ রোগীই ভালো হয়। তবে সচেতন ও সতর্ক থাকলে ৫০ থেকে ৬০ ভাগ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শুরুর দিকে কিডনি রোগের কোনো উপসর্গ থাকে না। ৮০ থেকে ৮৫ শতাংশ কিডনি নষ্ট হয়ে যাওয়ার পরই উপসর্গ দেখা দেয়। তাই ৪০ বছরের বেশি বয়সী মানুষের নিয়মিত কিডনি পরীক্ষা করা উচিত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর