শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা
মিতু হত্যা মামলা

৪৪ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরও একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যদাতা হলেন মো. আবদুল আহাদ আরিফ। তাঁর ঢাকায় একটি এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ নিয়ে মামলায় মোট ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ বলেন, মিতু হত্যা মামলায় মো. আবদুল আহাদ আরিফ নামে আরও একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩১ মার্চ দিন ধার্য করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্বামী সে সময়ের পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেছিলেন। নানা নাটকীয়তা শেষে পিবিআইর তদন্তে এখন তিনিই এ মামলার আসামি। সাবেক এসপি বাবুল ঘটনার কিছুদিন আগেও চট্টগ্রাম মহানগর পুলিশে ছিলেন। বদলি হওয়ার পর তিনি ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পরপরই চট্টগ্রামে এ হত্যাকান্ড ঘটে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর