বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জমে উঠেছে আইসিসিবির ইফতার বাজার

নিজস্ব প্রতিবেদক

জমে উঠেছে আইসিসিবির ইফতার বাজার

ইফতার কিনতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল রোজাদারদের ভিড় -বাংলাদেশ প্রতিদিন

পবিত্র মাহে রমজানের তৃতীয় দিন আজ। এর মধ্যেই বিখ্যাত সব ঢাকাই খাবার ও পুরান ঢাকার মুখরোচক ইফতারের নানা আয়োজন নিয়ে জমে উঠেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) আয়োজিত পুরান ঢাকা ইফতার বাজার ২০২৪।

গতকাল সরেজমিনে আইসিসিবি ইফতার বাজার ঘুরে দেখা যায়, ইফতারি কিনতে বিকাল সাড়ে ৩টা থেকেই মানুষ আসতে শুরু করে আইসিসিবিতে। এখানে রয়েছে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট, মাস্টার শেফ সুব্রত আলী ক্যাটারিং সার্ভিস, জসিম উদ্দীন ক্যাটারিং, রসুই ঘর, নাজিলাস কিচেন অ্যান্ড ক্যাটারিং ও প্রিমিয়ার ক্যাটারিংয়ে মিলছে বিখ্যাত সব ঢাকাই খাবার। এ ছাড়া রয়েছে বিভিন্ন স্টলে পুরান ঢাকার মুখরোচক ইফতারের নানা আয়োজন। রয়েছে নানাবিধ শাহি আইটেম ও তাজা ফলের জুসের সমাহার। দামও রয়েছে মোটামুটি নাগালের ভিতর। হ্যাপি হেরিটেজের মেহেদি বলেন, আমাদের এখানে বিক্রি ভালো হচ্ছে। প্রথম দিনও বিক্রি ভালো ছিল, এখন যেহেতু শুরুর দিকে তাই অনেকেই ফ্যামিলির সঙ্গে ইফতারি করবে, সামনে যখন দিন বাড়বে আমাদের এখানেও কাস্টমার বাড়বে। গুলশান থেকে আসা রাশিদা সুলতানা আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট থেকে মাটন কাচ্চি বিরিয়ানি পার্সেল নিচ্ছিলেন। তিনি বলেন, আইসিসিবির কাচ্চিটা বেশ ভালো। আমি এর আগে একদিন নিয়েছিলাম। তাই আজ এসেছি আবার। আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের ইনচার্জ জসীম উদ্দিন সরকার জানান, এবার ৪২ ধরনের ইফতারসামগ্রী বিক্রি করছেন তারা। এর মধ্যে ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় আইটেম হচ্ছে কাবাব। আর ডেজার্টের মধ্যে সব থেকে বেশি চলছে গোলাপ জামুন, দই, জিলাপি। প্রথম এবং দ্বিতীয় দিনের ক্রেতা সমাগমে সন্তোষ প্রকাশ করেন তিনি। মাস্টার শেফ সুব্রত আলী স্টলের সামনে শাহি মাটন হালিম কিনছিলেন গোলাম মির্জা নামের একজন। তিনি বলেন, এই হালিম গতবারও কিনে নিয়েছিলাম। বাসার সবাই খেয়ে খুবই সন্তুষ্ট। তাই এবারও নিতে এসেছি। আইসিসিবি আয়োজিত পুরান ঢাকা ইফতার বাজার চলবে ২৫ রমজান পর্যন্ত। এই ইফতার বাজারে প্রতিদিন বিকাল ৩টা থেকে ক্রেতান্ডদর্শনার্থীরা অংশ নিতে পারবেন।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর