বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাবি ভর্তি পরীক্ষার দুই ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এসব ফল প্রকাশ করেন। জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হয়। এতে প্রথম শিফটে ৭ হাজার ৯০৯ জন, দ্বিতীয় শিফটে ৬ হাজার ৬৮০ জন, তৃতীয় শিফটে ৪ হাজার ৮১৬ জন এবং চতুর্থ শিফটে ৭ হাজার ১৮৬ জন কৃতকার্য হয়েছে। চার শিফটে ৬৪ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৬ হাজার ৫৯১ জন। ফলে গড় কৃতকার্যের হার ৩৮.৭৬ শতাংশ।

‘বি’ ইউনিটে শুধু ব্যবসা গ্রুপ থেকে ১৫ হাজার ৬২৫ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ৭ হাজার ৭৭ জন ও সর্বোচ্চ নম্বর ৮৬.৫। এতে পাসের হার ৪৫.৩ শতাংশ। এই ইউনিটের বিজ্ঞান গ্রুপে ১১ হাজার ৩৯২ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৩০০ জন ও সর্বোচ্চ নম্বর ৭২। এখানে পাসের হার ১১.৫ শতাংশ। এ ছাড়া মানবিক গ্রুপ থেকে ৭ হাজার ৫২৪ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ২৫৭ জন ও সর্বোচ্চ নম্বর ৭৬.৫। এখানে পাসের হার ১৬.৭ শতাংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর