বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

৬ হাজার পয়েন্টের নিচে নেমেছে সূচক

নিজস্ব প্রতিবেদক

দরপতনের কারণে ছয় হাজার পয়েন্টের নিচে নেমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক। গতকাল ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে কমেছে মূল্য সূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১১২ প্রতিষ্ঠানের শেয়ারের। দাম কমেছে ২২২টি প্রতিষ্ঠানের। আর ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে ৫ হাজার ৯৭৪ পয়েন্টে নেমে গেছে। সবগুলো মূল্য সূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি ৩০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৬৩ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৮০ কোটি ২৩ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল লাভেলো আইসক্রিমের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৫৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দাম বেড়েছে। দাম কমেছে ১৩১টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৬ কোটি ৯৪ লাখ টাকা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর