শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সিগারেট ফিল্টার দূষণরোধ নিয়ে পরিবেশ মন্ত্রীর সঙ্গে প্রজ্ঞা-আত্মার বৈঠক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের ভিত্তিতে সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার দ্রুত নিষিদ্ধের বিষয়ে বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মার একটি প্রতিনিধি দল। বৈঠকে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ন্যাশনাল ফোকাল পারসন (ইন্টারগভার্নমেন্টাল নেগোশিয়েনস কমিটি অন প্লাস্টিক পলিউশনস) আবদুল ওয়াদুদ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক, আত্মার আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন ও সহ-আহ্বায়ক নাদিরা কিরণ, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের। বৈঠকে মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার হেড অব প্রোগ্রামস মো. হাসান শাহরিয়ার। বৈঠকে মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, তামাক কোম্পানিগুলোর এক্সটেন্ডেড প্রোডিউসার রেস্পন্সিবিলিটি (ইপিআর) কার্যক্রমকে প্রতিরোধ করার ক্ষেত্রে বাংলাদেশ কার্যকর ভূমিকা পালন করবে। -বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর