শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাহারি ইফতারের অভিজাত ঠিকানা আইসিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রতিদিন বিকাল হলেই জমজমাট হয়ে ওঠে রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘পুরান ঢাকা ইফতার বাজার’। অষ্টমবারের মতো বসুন্ধরার এ আয়োজন এবারও ইফতারপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গতকাল রোজার চতুর্থ দিনে ইফতার বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি স্টলে মানুষের জমজমাট উপস্থিতি। বেলা সাড়ে ৩টা থেকেই রোজাদারদের দেখা যায় স্টলে স্টলে ঘুরে পছন্দের ইফতার পণ্য কিনতে। ক্রেতারা জানালেন, আইসিসিবি ইফতার বাজারে মানুষের ভিড় হওয়ার অন্যতম কারণ এখানকার সুন্দর পরিবেশ। অনেকে শিশুসন্তান নিয়েও এসেছেন ইফতারি কিনতে। শিশুরা ইফতার বাজারে খেলা করছে, ঘুরে ঘুরে পছন্দের ইফতারি কিনছেন অভিভাবকরা। টঙ্গী থেকে আসা শরিফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এখানে স্বাস্থ্যকর পরিবেশে বাহারি ইফতারসামগ্রী পাওয়া যায়। ইফতারির জন্য পুরান ঢাকা বিখ্যাত হলেও ওখানকার পরিবেশ বসুন্ধরার মতো এতটা স্বাস্থ্যকর নয়। পুরান ঢাকার অযাচিত ভিড় পছন্দ নয় বলে এখানে এসেছি।’ ইফতার বাজারে রোজাদারদের উপচে পড়া ভিড় দেখা যায় আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে। স্টলটিতে বিখ্যাত সব ধরনের সুস্বাদু ইফতারি পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আইসিসিবির ইফতার বাজার হয়ে উঠেছে রাজধানীর ইফতারি ক্রেতাদের অভিজাত ঠিকানা।

১২-১৩ জন কর্মী মিলে গ্রাহকদের সেবা দেওয়ার পরও স্টলটির সামনে দেখা গেছে লম্বা লাইন।

স্টলটির ইনচার্জ মো. জসিম উদ্দিন সরকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যাতায়াতের সুবিধা, গাড়ি পার্কিংয়ের সুবিধা, নিরিবিলি ও ভিড়মুক্ত পরিবেশ হওয়ায় এখানে মানুষ ইফতার কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বিশেষ করে অভিজাত শ্রেণির ক্রেতারা এখানে বেশি আসছেন।

জসিম উদ্দিন সরকারের কথার প্রমাণ পাওয়া যায় পার্কিংয়ে কয়েক শ বিভিন্ন ধরনের গাড়ির উপস্থিতি দেখে।

আইসিসিবির ইফতার বাজারে ফলের জুসের স্টলগুলোও বেশ জনপ্রিয়। ‘ফল বাজার’ নামের এক ছোট স্টলের সামনে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা যায়। ডেফকনের একটি প্রতিষ্ঠান এটি। কথা হয় স্টলের মালিক এহসান শেখের সঙ্গে। তিনি বলেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা স্বাস্থ্যকর উপায়ে জুস তৈরি করি। গ্রাহকের শতভাগ সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য।

আইসিসিবি ইফতার বাজারে বাহারি সব ইফতার আইটেম সরবরাহের পাশাপাশি নিশ্চিত করা হয়েছে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা। রয়েছে হেল্প ডেস্ক। যে কোনো প্রয়োজনে এগিয়ে আসছেন তারা। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও খুব সচেতন আয়োজকরা। সব মিলিয়ে আইসিসিবির ইফতার বাজার হয়ে উঠেছে রাজধানীর ইফতারি ক্রেতাদের অভিজাত ঠিকানা।

 

সর্বশেষ খবর