শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সিএসই-বাজুস বৈঠকে কমোডিটি এক্সচেঞ্জ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরায় বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে বাজুসের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. রিপনুল হাসান, সহসভাপতি মাসুদুর রহমান, সহসম্পাদক উত্তম ঘোষ এবং কার্যনির্বাহী সদস্য জয়দেব সাহা। বৈঠকে সিএসইর পক্ষে উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান এবং ডেপুটি ম্যানেজার ফয়সাল হুদা। এ সময় সিএসইর কমোডিটি-বিষয়ক কনসালট্যান্ট পার্টনার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স), ইন্ডিয়ার হেড অব রিসার্চ দেবজ্যোতি দে এবং চিফ বিজনেস অফিসার রিশি মাথানি ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।

সিএসই প্রথমবারের মতো বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করছে। সে লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন স্টেকের সঙ্গে আলোচনার অংশ হিসেবে বাজুস নেতৃবৃন্দের পরামর্শ ও মতামত গ্রহণের লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের গোল্ড ও জুয়েলার্স ব্যবসার ভ্যালু চেইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সর্বশেষ খবর