রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশের সংবিধানের ভিত্তি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সংবিধানের ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। গতকাল দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বঙ্গবন্ধুর ১০৫তম জন্মদিন উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘বাঙালির অস্তিত্বের উৎস বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, ৭ মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণ, সেই ১৮ মিনিটের ভাষণে এ দেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সমরনীতি, পাশের দেশের সঙ্গে কী সম্পর্ক হবে, এমনকি যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক হবে সব দিকনির্দেশনা ছিল।

পরে বাংলাদেশ নামক রাষ্ট্রের যে সংবিধান আমরা পাই, সেই সংবিধানেরও ভিত্তি হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।

সভায় সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর