রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাজার নিয়ন্ত্রণে কোনো নির্দেশনা কাজে লাগছে না

---- ইসলামী গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক

ইসলামী গণতান্ত্রিক পার্টি ও প্রগতিশীল ইসলামী জোটের চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, বাজার নিয়ন্ত্রণে কোনো নির্দেশনা কাজে লাগছে না। নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের কারণে মানুষের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়েছে। এক শ্রেণির মুনাফাখোর ব্যবসায়ীদের জন্য পুরো জাতির সামনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ  হচ্ছে। তাই বিশেষ টাস্কফোর্স গঠন করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানে জোটের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেন সাবেক এ সংসদ সদস্য। রিহ্যাব সহসভাপতি এম এ আউয়াল বলেন, দরিদ্র মানুষের জন্য রেশনে চাল, গম, তেল, ডাল, চিনিসহ অন্যান্য অত্যাবশ্যক পণ্য সাপ্তাহিক ভিত্তিতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে টিসিবির কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করে অত্যাবশ্যক পণ্যসামগ্রীর আমদানি, মজুত ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে।

তিনি বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ হচ্ছে লুটেরাদের হাতে। পণ্য পরিবহনে দুর্নীতি, হয়রানি ও চাঁদাবাজি হচ্ছে। বাজারে অসৎ ব্যবসায়ী ও মুনাফাখোরদের একচেটিয়া প্রভাব কমানো না গেলে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণে আসবে না। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর