সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না

জন্মবার্ষিকী উদযাপিত

প্রতিদিন ডেস্ক

সারা দেশে যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। আলোচনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর-

চট্টগ্রাম : প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেয়র রেজাউল করিম, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, জহর লাল হাজারি, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, আবুল হাসনাত বেলাল প্রমুখ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় আ জ ম নাছির উদ্দীন, হাছান মাহমুদ হাসনী, সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে ও বিভিন্ন স্কুলের শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, পুলিশের ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

বরিশাল : সকাল সাড়ে ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও বিভাগীয় প্রশাসন। প্রথমে বিভাগীয় কমিশনার মো. শওকত আলী শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিসিসির কাউন্সিলর ও কর্মকর্তারা। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সদর রোডের শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ।

সিলেট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড, বিভাগীয় কমিশনার, সিলেট সিটি করপোরেশনের মেয়র, সিলেটের ডিআইজি, সিলেট মহানগর পুলিশ কমিশনার। নগরের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজনে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সুব্রত চক্রবর্তী জুয়েল ও ভবতোষ রায় বর্মণ প্রমুখ।

রংপুর : সকালে রংপুর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, সিটি করপোরেশনের মেয়র আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, রেঞ্জ ডিআইজি মো. আবদুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাশেমসহ সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতারা। সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

খুলনা : সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা মহানগর কমান্ড, কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুনু রেজা, বিভাগীয় প্রশাসন, পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, কেডিএ, শ্রম অধিদফতর, আওয়ামী লীগ, সরকারি-বেসরকারি দফতর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক।

রাজশাহী : রাজশাহী কলেজে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ। নগরীর লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদ। এর আগে জেলা প্রশাসন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ : সকাল ৯টায় নগরীর সার্কিট হাউস মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। পরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, ময়মনসিংহ প্রেস ক্লাব, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ খবর