সোমবার, ১৮ মার্চ, ২০২৪ ০০:০০ টা

পুলিশের রেডিও ডিভাইস ক্রয় নিয়ে অভিযোগ নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের রেডিও ডিভাইস ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। ৩ মার্চ দেওয়া এ আদেশের অনুলিপি গতকাল গণমাধ্যমের হাতে এসেছে।

আদালতে রিটকারী প্রতিষ্ঠান হাইটেরা কমিউনিকেশন্স করপোরেশন লিমিটেডের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিন্টু কুমার মন্ডল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। পরে আদেশের বিষয়ে মিন্টু কুমার মন্ডল সাংবাদিকদের জানান, গত বছরের ২ আগস্ট পুলিশ টেলিকম সংস্থা বাংলাদেশ পুলিশের রেডিও ডিভাইস ও যন্ত্রাংশ ক্রয়ের জন্য দুটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে সিঙ্গাপুরের টেকনিক্স কমিউনিকেশন্স অ্যান্ড ইলেকট্রনিক্স পিটিআই লিমিটেড, চীনের হাইটেরা কমিউনিকেশন্স করপোরেশন লিমিটেড এবং চীনের কালটা টেকনোলজিস কোম্পানি লিমিটেড অংশ নেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠান শর্তপূরণ করতে না পারায় শুধু হাইটেরা কমিউনিকেশন্স টিকে থাকে। এরপর পরবর্তী প্রক্রিয়া শেষ করতে ২০ থেকে ২৫ দিন সময় লাগার কথা থাকলেও ৭০ থেকে ৭৫ দিনেও দরপত্র নিষ্পত্তি না করায় হাইটেরা কমিউনিকেশন্স করপোরেশন লিমিটেড হাই কোর্টে রিট করে।

সর্বশেষ খবর