মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রংপুরে জ্বর-সর্দির প্রকোপ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর অঞ্চলে এক সপ্তাহের ব্যবধানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন পরিবর্তনে দিনে গরম রাতে শীত অনুভূত হচ্ছে। এ ধরনের আবহাওয়ায় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।  বিরূপ আবহাওয়া বিরাজ করায় ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। দিনে ফ্যান-এসি চললেও রাতে অনেকে লেপ-কম্বল ব্যবহার করছে। ফলে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। বিরূপ আবহাওয়ার কারণে প্রায় ঘরেই ভাইরাসজনিত জ্বর-সর্দি দেখা দিয়েছে। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসূত্রে জানা গেছে, রংপুর বিভাগে আবহাওয়ার তারতম্যের কারণে জ্বর-সর্দি, কাশি, গলাব্যথা, মাথাব্যথাজনিত রোগবালাই বেড়েছে। রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ৪ শতাধিক রোগী ভর্তি ছিল। গত ২৪ ঘণ্টায় ৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছে।

রংপুর নগরীর শাহীপাড়া কামাল কাছনা এলাকার মাহমুদুল করিমসহ কয়েকজন জানান, তারা বেশ কয়েকদিন থেকে জ্বর-সর্দি জনিত রোগে ভুগছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুস আলী বলেন, আবহাওয়ার তারতম্যের কারণে জ্বরের রোগী বাড়ছে। গরম পড়লে মেডিসিন বিভাগে রোগীর চাপ পড়তে শুরু করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর