শিরোনাম
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সরকার আবোলতাবোল বলছে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

সরকার আবোলতাবোল বলছে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা কেমন আছি সবাই জানি। যারা ক্ষমতায় আছে ওরা কেউ জানে না। তবে চোরেরা জানে- তারা ভালো নেই। সরকারের অবস্থা ভালো নেই। তাই ‘আবোলতাবোল’ কথা বলছে। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে খোন্দকার দেলোয়ার স্মৃতি ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার। বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

১/১১-এর ঘটনাবলি এবং খোন্দকার দেলোয়ার হোসেনের ভূমিকার কথা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওই সময়ের অনেক কথা, অনেক সত্য আছে যা বলার সময় এখন নয়। কারণ আমরা এখন লড়াইয়ের ময়দানে আছি। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এখন ভালোমন্দ খোঁজার থেকে লড়াইয়ের মাঠে শাহাদাতবরণ করা বড় কথা। তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ প্রতিশ্রুতিশীলরা সবাই এক হলে যেমন জয়লাভ করা যায় তেমনি কমিটমেন্ট যাদের নেই-তাদের দিয়ে দীর্ঘ সংগ্রামে লড়াই করে জয়ী হওয়া যায় না। খোন্দকার দেলোয়ার হোসেনের মতো সাহসী নেতৃত্বের প্রশংসা করে তার আদর্শ অনুসরণের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর