বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

চসিক কাউন্সিলর টিনু কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত এই আদেশ দেন। পাঁচলাইশ থানায় মারধর ও হত্যার হুমকির মামলায় আদালতে আত্মসমর্পণ করে। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত ৩ মার্চ মেহেদী হাসান রাকিব নামে একজনকে তুলে নিয়ে কাউন্সিলর কার্যালয়ে মারধর ও হত্যার হুমকি দেন। এ ঘটনায় ৪ মার্চ পাঁচলাইশ থানায় কাউন্সিলর নুর মোস্তফা টিনুসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা করেন রাকিব।

সর্বশেষ খবর