বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

গাজীপুরে আগুনে দগ্ধ আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরের কোনাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে মশিউর (২২) ও ইয়াসিন আরাফাত (২১) নামে দগ্ধ আরও দুজন মারা গেছেন। এতে করে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াসিন, রাত সাড়ে ৯টার দিকে মশিউর মারা যান। তারা দুজনেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি আরও জানান, বর্তমানে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। পাঁচজন সুস্থ হয়ে ফিরে গেছেন।

সর্বশেষ খবর