বুধবার, ২০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ঈদে ট্রাক-পিকআপে যাত্রী নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

ঈদযাত্রায় কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। তিনি বলেন, ঈদযাত্রায় কেউ পণ্যবাহী যানবাহনে কিংবা অন্য কোনো যানবাহনের ছাদে, খোলা ট্রাক বা পিকআপে উঠতে পারবেন না। হাইওয়ে পুলিশ সড়কে কঠোর থাকব। ফিটনেস না থাকলে আইনি ব্যবস্থা নেব। এবার ঈদে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করতে দেওয়া হবে না। গতকাল রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে হাইওয়ে পুলিশের উদ্যোগে যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ, যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা বাস-ট্রাক ওনার্স গ্রুপ, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

হাইওয়ে পুলিশপ্রধান মো. শাহাবুদ্দিন খান বলেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য এবার কোনোভাবেই ফিটনেসবিহীন যানবাহন চলবে না। মালিক-শ্রমিক ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ-ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে কোনো ধরনের ফিটনেসবিহীন, অনিরাপদ, লক্কড়ঝক্কড় যানবাহন বা বাস সড়কে যেন না চলাচল করে, সে দায়িত্ব আপনারা নেবেন। আমরা কঠোর থাকব। ফিটনেস না থাকলে আইনি ব্যবস্থা নেব। পাশাপাশি যারা অনিরাপদ যানবাহনে যাত্রী ওঠাবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবারের ঈদযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী ছাড়াও পরিবহন মালিক-শ্রমিক পক্ষ টার্মিনালে থাকবে, থাকবে মোবাইল কোর্ট। যাত্রীদের ফিটনেসবিহীন, অনিরাপদ, লক্কড়ঝক্কড় যানবাহন বা বাসে না ওঠারও আহ্বান জানান অতিরিক্ত আইজিপি।

হাইওয়ে পুলিশপ্রধান বলেন, চলমান রমজান, আসন্ন ঈদে এবার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করবে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের কোনো সদস্য কোনো অনিয়ম করবেন না। এর পরও যদি কোনো সদস্য ব্যত্যয় ঘটান, অনিয়ম করেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর