বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বরিশালে দুই দিন পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নৌবন্দরে থামানো লঞ্চের পাখায় জাল ছাড়াতে গিয়ে আটকে পড়া নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে বরিশাল নৌবন্দরের পন্টুন সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। বরিশাল সদর নৌথানার ওসি আবদুল জলিল বলেন, মৃত জেলে-আবেদ আলী (৩০) বরিশাল নগরের রসুলপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোহরাব সর্দারের ছেলে। তিনি বেঁদে সম্প্রদায়ের জেলে।

তিনি জানান, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নৌবন্দরের পন্টুনে থামানো লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে নিখোঁজ হন জেলে আবেদ আলী। ঘটনার পরপরই নিখোঁজ জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি করে সেদিন কিছুই উদ্ধার করতে পারেনি। আর ঘটনার দুই দিন পর গতকাল ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর স্ত্রী রুমাসহ স্বজনরা জানিয়েছেন, গরিব বিধায় তারা কোনো আইনি ব্যবস্থা নিতে চান না। তাই লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর