বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

১৫ দিনের মধ্যেই পরিষ্কার হবে রাজউক খাল : তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের রাজউক খাল আগামী ১০-১৫ দিনের মধ্যে পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল উত্তরার রাজউক খালে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক মশক নিধন ও পরিষ্কার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তাজুল ইসলাম বলেন, মশার প্রজননস্থল ধ্বংস করতে এ ধরনের খাল বা লেকে জমে থাকা কচুরিপানা ও দূষিত পানি সবাই মিলে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আর জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম। এজন্য জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে সাধারণত কিউলেক্স ও এডিস এই দুই ধরনের মশা। কিউলেক্স মশা আমাদের অনেক বিরক্ত করে, কামড় দেয়। কিউলেক্স মশার কামড়ে মানুষের মৃত্যু হয় না। কিন্তু এডিস মশার কামড়ে মানুষের মৃত্যুঝুঁকি আছে। এডিস মশা নিয়ন্ত্রণের জন্য যার যার ঘরবাড়ি, অফিস, আদালত তাদেরই কিন্তু দায়িত্ব নিতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাসার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকতার মাহমুদ এবং নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর