বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

লক্ষাধিক পিস ইয়াবার মামলায় তিনজনের ১৫ বছর করে সাজা

আদালত প্রতিবেদক

রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দের মামলায় তিন আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহিসন ইফতেখার এ রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- গাড়িচালক মামুন হাওলাদার, মানিক ও আলাউদ্দিন। এদিন রায় ঘোষণার আগে গাড়িচালক মামুন হাওলাদার, মানিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামি আলাউদ্দিন পলাতক রয়েছেন। রায় ঘোষণা শেষে উপস্থিত আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া অন্য আসামি আলাউদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৮ সালের ৫ ডিসেম্বর কক্সবাজার থেকে গ্যাস সিলিন্ডারভর্তি পিকআপে করে ইয়াবা ট্যাবলেট ঢাকায় নিয়ে আসছিল কতিপয় মাদক ব্যবসায়ী।

ঢাকায় এলে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে রাত ৪টার দিকে তিন আসামিকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের পিকআপে থাকা ৩৩টি গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর