শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রক্তমাখা শার্ট থেকেই খুনির খোঁজ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার বটিয়াঘাটা গাওঘরা গ্রামে ১৯ মার্চ ঘের ব্যবসায়ী আমিনুর শেখ (৪৪)-এর অর্ধগলিত লাশ উদ্ধার হয়। এর দুই দিন আগে ১৭ মার্চ ভদ্রা নদীর পাড়ে আমিনুরের ঘেরের বেড়ায় একটা রক্ত মাখা শার্ট পাওয়া যায়। পুলিশ ওই রক্ত মাখা শার্টের সূত্র ধরে অভিযান শুরু করে। ১৫ মার্চ থেকে ঘের ব্যবসায়ী আমিনুর নিখোঁজ ছিলেন।

২০ মার্চ গাওঘরা গ্রামের মৃত লিয়াকত শেখের ছেলে ফরিদুল্লাহ ওরফে ফরিদ শেখ (২০)-কে গ্রেফতার করে পুলিশ। সে রক্তমাখা শার্টটি তার নিজের বলে জানায়। এরপর চাঞ্চল্যকর তথ্য দেয় ফরিদুল্লাহ শেখ। পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী আমিনুর হত্যার ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেফতার করে। গতকাল খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ১৫ মার্চ রাতে ফরিদ, শাহিন ও নয়ন মিলে আমিনুরের ঘেরের পাশের বাগানে শজিনা পাড়তে যায়। এ নিয়ে বিবাদের জের ধরে তারা আমিনুরের ওপর হামলা করে। লোহার পাইপ দিয়ে ফরিদ প্রথমে আমিনুরের মুখে চোয়ালে আঘাত করে। এতে রক্ত ছিটে ফরিদের শার্টে লাগে।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, লাশের পরিচয় নষ্ট করতে অপর আসামি ফারুকের লুঙ্গি দিয়ে আমিনুরের শরীরে কালো জাতীয় কেমিক্যাল লাগানো হয়।

পুলিশ লুঙ্গিটি উদ্ধার করেছে।

জানা যায়, আসামি ফরিদ ২০ মার্চ সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রিমান্ডের আবেদন জানানো হয়।

সর্বশেষ খবর