শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য ২৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এদিন আসামি জি কে শামীমকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়নি। অন্যদিকে কোনো সাক্ষীও আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি। এ জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন সাক্ষ্য গ্রহণের নতুন এদিন ধার্য করেন। এ মামলায় জি কে শামীমের মা পলাতক রয়েছেন।

২০১৯ সালের ২১ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। এরপর তদন্ত শেষে ২০২০ সালের ২২ ডিসেম্বর দুদক জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করে। ২০২২ সালের ১৮ অক্টোবর ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

সর্বশেষ খবর