শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা
গাজীপুরে সিলিন্ডারের আগুন

শঙ্কামুক্ত নয় চিকিৎসাধীন ১৩ রোগী

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে দগ্ধ হওয়া ১৩ রোগী এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন এই রোগীদের মধ্যে তিনজন আইসিইউতে রয়েছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালে বর্তমানে ১৩ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে তিনজন আইসিইউতে রয়েছেন। তারা কেউই শঙ্কামুক্ত নয়। এ পর্যন্ত এ ঘটনায় দগ্ধ রোগীদের মধ্যে ১৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত বুধবার কমলা খাতুন (৬৫) নামে এক রোগী মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কমলা খাতুনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। কমলা খাতুনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। তিনি কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় থাকতেন। গ্যাসে আগুন লেগে মোট ৩৬ জনের দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে গত ১৩ মার্চ সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায়। তাদের মধ্যে ৩৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর