শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ইফতারি খেয়ে অসুস্থ ২৪ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দাকোপের মৌখালী গ্রামে মসজিদে ইফতার খেয়ে ৩০-৩৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে ২৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে গতকাল সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন আরও ৪-৫ জন। খাদ্যে বিষক্রিয়ায় এমনটা হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ জানান, মৌখালী সরদার পাড়া মসজিদে ইফতারি করে বেশকিছু লোক অসুস্থ হয়ে পড়েন। ইফতারিতে ছিল খেজুর, ছোলা, মুড়ি, চিড়া, আপেল, ডিমসহ অন্যান্য খাদ্যসামগ্রী। ইফতারি খাওয়ার পর রাতে শরীরের তাপমাত্রা বেড়ে যায় ও বমি-পাতলা পায়খানা শুরু হয়।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্তনু দাশ বলেন, মূলত বুধবার রাত থেকে অসুস্থতা শুরু হয়। প্রায় একদিন ধরে অনেকেই বাড়িতে চিকিৎসা নেয়। পরে বৃহস্পতিবার রাত থেকে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এখনো সবাই হাসপাতালে ভর্তি আছেন। তবে কিছুটা সুস্থ হয়েছেন অনেকে। খাদ্যে বিষক্রিয়ায় এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর