শিরোনাম
শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

তিতুমীরে মুখোশধারীদের হামলায় সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক

মুখোশধারীদের হামলায় আহত হয়েছেন সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদ। গতকাল সন্ধ্যায় কলেজের সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল থেকে অফিসে যাওয়ার পথে তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আঁখি হলের সামনের প্রধান সড়কে একদল মুখোশধারী তাকে অতর্কিত হামলা করে। আহত সাব্বির বলেন, যারা হামলা করেছে তারা সবাই ছাত্রলীগের কর্মী। তারা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে সাব্বিরের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের সহসম্পাদক এস এম ইমরুল রুদ্র এ হামলা করে। ছাত্রলীগের তিতুমীর কলেজ সভাপতি রিপন মিয়ার কাছে জানতে চাইলে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর