শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার

খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ বলেছেন, দেশের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারছে না। গতকাল রাজধানীর পল্টনের একটি হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা জিয়াউল হক শামীম, মাওলানা ফেরদাউস বিন ইসহাক, ডা. আবদুল্লাহ খান, মাওলানা আবদুল কাইউম সোবহানী প্রমুখ।

জাহাঙ্গীর হোসাইন, মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আশরাফুল আলম, ববি হাজ্জাজ, মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর