রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন

খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, যে সরকার ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে পারে না। সে সরকার জনগণের কল্যাণে কীভাবে কাজ করবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে জনগণের কাছে ক্ষমতা ছেড়ে বিদায় নিন। এটা দেশ ও জাতির জন্য কল্যাণ হবে। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে রাজনীতিবিদ, উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আল্লামা ইসমাঈল নুরপুরী বলেন, বর্তমান সরকার ভারতের সাজেশনে দেশ চালাচ্ছেন। তিনি বলেন, ভারতের আধিপত্য এদেশের মানুষ মেনে নেবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং ভারতের পণ্য বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তার সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক তিন বছর ধরে কারাগারে বন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তাকে দ্রুত মুক্তি দিতে হবে। না হয় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা ইউসুফ আশরাফ, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সুব্রত চৌধুরী, সাইফুল হক, নুরুল হক নুর, মুহাম্মদ ববী হাজ্জাজ, মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

সর্বশেষ খবর