শিরোনাম
সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দরপতনে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

আগের দুই দিন কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর ফের দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। কমেছে সবকটি মূল্যসূচক। একই সঙ্গে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে বেড়েছে ৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর। দাম কমেছে ৩০৪টির। ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

 এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৯০১ পয়েন্টে  নেমে গেছে।

মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০  কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬১০ কোটি ৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৯ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৩৩  কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩১  কোটি ১১ লাখ টাকার। ২৩ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার  লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টির দাম বেড়েছে। দাম কমেছে ১৫২টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৮  কোটি ৪৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৮ কোটি ৩২ লাখ টাকা।

সর্বশেষ খবর