মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরার ইফতারিতে অভিভূত এতিম শিশু, মুসল্লি ও শিক্ষার্থীরা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, রংপুর

বসুন্ধরার ইফতারিতে অভিভূত এতিম শিশু, মুসল্লি ও শিক্ষার্থীরা

রংপুরের সরকারপাড়া ফকিরটারি জামে মসজিদে ইতফার করছেন মুসল্লিরা

বসুন্ধরা গ্রুপের ইফতার পেয়ে অভিভূত বিভিন্ন মাদরাসার এতিম শিশু, মুসল্লি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রমজান উপলক্ষে অন্য দিনের মতো গতকালও ঢাকার কেরানীগঞ্জে বিভিন্ন মসজিদ-মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় পুলিশের মাঝে ইফতারের ব্যবস্থা করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এই উদ্যোগের ফলে কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকার তিনটি মাদরাসা, দুটি থানা, ডিবি ও ট্রাফিক পুলিশ কার্যালয়ে প্রায় দুই হাজার জনের মধ্যে প্রতিদিন ইফতার বিতরণ করা হচ্ছে। বসুন্ধরা গ্রুপের ইফতার পেয়ে হাসি-খুশি মাদরাসার এতিম শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা। তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও তাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। বসুন্ধরা গ্রুপ রমজান মাসে কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় দৈনিক ২০ হাজার ৮০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করছে। এদিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জয়দেব সরকারপাড়া এলাকায় সরকারপাড়া ফকিরটারি জামে মসজিদের মুসল্লিদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ওই গ্রামের মাসুম আলী, শাহিনুর মিয়া, শফিকুল ইসলামসহ অনেকেই বসুন্ধরা গ্রুপের ইফতার পেয়ে অভিভূত। গতকাল ইফতারের পর তারা বলেন, পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে বসুন্ধরা গ্রুপ থেকে উন্নতমানের ইফতার করানো হচ্ছে। দারিদ্র্যপীড়িত এলাকায় বসুন্ধরা গ্রুপ যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসিত। প্রতিদিন রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের আটটি মসজিদের আড়াই শর বেশি মুসল্লিকে ইফতার করানো হচ্ছে।

সর্বশেষ খবর