মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দেশে প্রথম প্রশিক্ষণ বিমান তৈরি করল বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথম প্রশিক্ষণ বিমান তৈরি করল বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো দেশে তৈরি করল একটি প্রশিক্ষণ বিমান ‘বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি)’। বিমান বাহিনী ঘাঁটি বাশারে অবস্থিত তেজগাঁও বিমানবন্দরে সমরাস্ত্র প্রদর্শনীতে রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমান বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইএসপিআর জানায়, বিবিটি তৈরির যাত্রা হয় ২০২০ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশেও বিমান তৈরি সম্ভব, এ স্বপ্ন ও ধারণা থেকে শুরু হয় পথযাত্রা। বিভিন্ন ধাপে নানাবিধ প্রক্রিয়া সম্পর্কে পর্যালোচনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় শুরু হয় বিমান নির্মাণের যাত্রা। বিমান বাহিনী প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় নিজেদের চেষ্টায় নিজেদের কারিগরি প্রযুক্তিতে, নিজেদের প্রকৌশলী ও লোকবলের দ্বারা নির্মাণ করে দেশের প্রথম উড়োজাহাজ বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-১ (বিবিটি-১)। এ বিমান ১৮০ কিলোমিটার গতিতে ১০ হাজার ফুট উচ্চতায় উড্ডয়নে সক্ষম। ১২ ফেব্রুয়ারি, ২০২৩ সালে বিমানটি প্রথম টেস্ট ফ্লাইট সম্পন্ন করে রচনা করে নতুন ইতিহাস।

অনুরূপভাবে বিমান বাহিনীর প্রকৌশলীদের বুদ্ধিবৃত্তিক জ্ঞানের প্রায়োগিক প্রক্রিয়ায় বিবিটি-২ (বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-২) বিমান ২০২৩ সালের ২৬ অক্টোবর সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করে। এ বিমানটি সর্বোচ্চ ৫০০ কেজি নিয়ে ২০ হাজার ফুট উচ্চতায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে উড্ডয়নে সক্ষম। বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-২ বাংলাদেশ বিমান বাহিনীর উড্ডয়ন সক্ষমতা এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।

 

সর্বশেষ খবর