মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা
রংপুর

মুড়িতে ভেজালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে মুড়িতে ভেজাল দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় ও পীরগাছা উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। পীরগাছা বাজারের মেসার্স ভাই ভাই অটো চিঁড়া ও মুড়ির মিল এবং বিধাতার দান অটো চিঁড়া ও মুড়ির মিলকে বিএসটিআই সিএম লাইসেন্স ছাড়া মুড়ি উৎপাদন, বিক্রি-বিতরণ করায় এবং মোড়কে পণ্যের নাম, উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয় মূল্যসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া রায়হান ট্রেডার্সকে সরিষার তেলের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া। এবং রেজাউল স্টোর নামে মুদি দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

সর্বশেষ খবর