শিরোনাম
বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর স্বপ্ন প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন হচ্ছে : পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীনতা দিয়ে যাননি, ভবিষ্যতের স্বপ্নও দেখিয়ে গেছেন। সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাস্তবায়ন হচ্ছে বলেও জানান তিনি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরের অডিটরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

পরিবেশমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাঙালি জাতি স্বাধীন হলেও শত্রুমুক্ত হয়নি। না হলে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হতো না। জাতির পিতা ও জাতীয় চার নেতাকে হত্যা করা হতো না। বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য এবং জাতির পিতা ও চার নেতা হত্যা করে নেতৃত্বশূন্য করা হয়েছে। হেনরি কিসিঞ্জারের মন্তব্য ভুল প্রমাণ হয়েছে উল্লেখ করে সাবের হোসেন চৌধুরী বলেন, আজ বাংলাদেশের অর্থনৈতিক সফলতা প্রমাণ করে বঙ্গবন্ধু কতটা দূরদর্শী ছিলেন। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে এক মঞ্চে নিয়ে আসেন তিনি। তাঁর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। ইতিহাস নিয়ে বিতর্কের সুযোগ নেই মন্তব্য করে সাবের হোসেন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা নিয়ে যারা রাজনীতি করছে, তাদের মধ্যে ভিন্নতা থাকা উচিত নয়। পরিকল্পনা, চিন্তা-ভাবনায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু যেটা ইতিহাস তা অবশ্যই সবাইকে স্বীকার করে নিতে হবে।

সর্বশেষ খবর