শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা
খুলনা

নোংরা পরিবেশে সেমাই উৎপাদন

ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নোংরা পরিবেশে সেমাই উৎপাদন

নোংরা স্যাঁতসেঁতে মেঝে। ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সেমাইয়ের স্তূপ। স্যান্ডেল পায়ে সেখানে হাঁটছেন শ্রমিকরা। অস্বাস্থ্যকর পরিবেশে সারা শরীরে ঘাম নিয়ে খোলা হাতে সেই সেমাই প্যাকেট করছেন শ্রমিকরা। খুলনার খালিশপুরে এরকম নোংরা পরিবেশে এভাবেই সেমাই উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় মেসার্স সেলিনা সেমাই মিল নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল খালিশপুর বিআইডিসি রোড এলাকায় এই সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এর আগেও কয়েক দফা ওই প্রতিষ্ঠানটিকে অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে সতর্ক করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব জানান স্যাঁতসেঁতে মেঝেতে কয়েকজন শ্রমিক স্যান্ডেল পায়ে হাঁটাহাঁটি করছিলেন। তাদের কারও গায়ে নির্দিষ্ট কোনো পোশাক বা মাথায় ক্যাপ ছিল না। এ কারণে কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অভিযানে মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ করার অপরাধে স্কয়ার মেডিসিন সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর