শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আট জেলার নেতাদের ঢাকায় ডেকেছে আওয়ামী লীগ হাইকমান্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বিভাগের আট জেলার আওয়ামী লীগ নেতাদের আগামীকাল শনিবার ঢাকায় ডাকা হয়েছে। বেলা ১১টায় দলীয় কার্যালয়ে হাইকমান্ডের সঙ্গে রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক। বৈঠকে কী ধরনের নির্দেশনা দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছে। অনেকে মনে করছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে দলীয় কোন্দল  মেটানোর জন্য এ বৈঠকের আয়োজন। নেতা-কর্মীরা জানান, সংসদ নির্বাচনে প্রার্থী উন্মুক্ত থাকায় প্রতিটি আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে আওয়ামী লীগের অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন। তখন থেকেই দলের মধ্যে কোন্দল ও গ্রুপিং জোরালো হয়। গ্রুপিং নিরসনে কার্যকর কোনো চেষ্টা করা হয়নি। উপজেলা নির্বাচন ঘিরে গ্রুপিং থাকলে নির্বাচনে হানাহানি হতে পারে এ আশঙ্কা থেকেই নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ২১ মার্চ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রংপুর জেলা-মহানগর ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানেও উপজেলা নির্বাচনের প্রসঙ্গটি উঠে এসেছে। রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাদত হোসেন বকুল বলেন, উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে সবাই অংশ গ্রহণ করতে পারবেন। দলে কোনো মতবিরোধ রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে মিলেমিশে দলের জন্য কাজ করতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর