শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সমরাস্ত্র প্রদর্শনীতে সাড়া জাগিয়েছে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য

নিজস্ব প্রতিবেদক

সমরাস্ত্র প্রদর্শনীতে সাড়া জাগিয়েছে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য

বৃহদাকার ট্রাক থেকে শুরু করে হালকা, মাঝারি যানবাহন তৈরি, দোতলা পার্কিং ব্যবস্থা, ল্যাপটপ, জুতা কিংবা জীবন রক্ষাকারী ওষুধসহ অসংখ্য পণ্য ও সেবা সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। প্রতি বছরের মতো এবারও জাতীয় প্যারেড স্কোয়ারের সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্যসম্ভারের প্যাভিলিয়ন সাড়া জাগিয়েছে। আইএসপিআর জানায়, বিএমটিএফের ১৯টি ফ্যাক্টরির মধ্যে ১০টি ফ্যাক্টরির উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শনীতে আনা হয়েছে। অংশগ্রহণকারী ১০টি ফ্যাক্টরি হলো : ফুটওয়্যার ও লেদার ফ্যাক্টরি, আর্মি ফার্মা লিমিটেড, বিএমটিএফ লাইটস, পেপার প্যাকেজিং ফ্যাক্টরি, নম্বর প্লেট ও ইলেকট্র্রনিক অ্যাসেম্বলি শপ, বিএমটিএফ অ্যাপারেলস, স্টিল স্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং শপ, মেশিন শপ এবং সংযোজন শপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ মার্চ সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেন। প্রদর্শনী চলবে আজ বিকাল পর্যন্ত। এই প্রদর্শনীতে রয়েছে মেশিন শপের নিজস্ব প্রযুক্তি এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত নতুন পণ্য ভার্টিপার্ক যা একটি যান্ত্রিক দ্বিতল পার্কিং ব্যবস্থা। এর মাধ্যমে ঢাকাসহ যে কোনো জনবহুল শহরের পার্কিং স্পেসকে দ্বিগুণ করে ফেলা সম্ভব। এটি ব্যবহার করে আবাসিক বহুতল ভবন, অফিস বিল্ডিং, শপিং মল, গাড়ির গ্যারেজসহ আরও বহুবিধ স্থানে অতি সহজেই পার্কিং সমস্যার সমাধান সম্ভব। বিএমটিএফের সংযোজন শপের মাধ্যমে সেনাবাহিনীসহ যে কোনো সংস্থার ভারী, মাঝারি বা হালকা যানবাহন সংযোজন করা হয়। সংযোজন শপে এ যাবৎ ৩ হাজারেরও বেশি অরুণিমা বলীয়ান ট্রাক সংযোজন করে সেনাবাহিনীকে সরবরাহ করেছে যা সেনাবাহিনীর মূল পরিবহন যান হিসেবে দেশে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বহুল ব্যবহৃত হচ্ছে।

বিএমটিএফের ফুটওয়্যার ও লেদার ফ্যাক্টরির জুতা সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসার এবং কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থায় ব্যবহৃত হয়। আর্মি ফার্মার ওষুধ উৎপাদন শুরু করতে যাচ্ছে, যা সেনাবাহিনীর চাহিদা মিটিয়ে খোলা বাজারেও বিক্রি করা হবে। বিএমটিএফের পেপার প্যাকেজিং ফ্যাক্টরির পণ্যগুলো মূলত রপ্তানিমুখী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর