শিরোনাম
শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আজ গুরুত্বপূর্ণ নাম

আবদুুল মুহিত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত নাম। বিশ্ব শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য, বিশ্ব স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে বাংলাদেশ। ২৮ মার্চ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিসহ বীর মুক্তিযোদ্ধা এবং প্রবাসের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সব সদস্য, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, ২ লাখ মা-বোনসহ সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আবদুল মুহিত এ সময় জাতির পিতার দূরদর্শী নেতৃত্ব ও কূটনৈতিক প্রজ্ঞার বিষয়ে আলোকপাত করেন। তিনি জাতিসংঘের বহুপাক্ষিক কূটনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি ও অসামান্য সাফল্যগাথা তুলে ধরেন।

জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে কেক কাটা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর