শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মূল্যবৃদ্ধির কারণে মানুষ পুষ্টিকর খাবার কাটছাঁট করছেন : আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের আয় কমে যাওয়ায় পুষ্টিকর খাবার কাটছাঁট করছেন বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, প্রতিদিনের খাবারের খরচে একটু একটু করে বাদ যাচ্ছে। পুষ্টিকর খাবারের জায়গায় আরেকটা খাবার ঢুকছে। অনেকে চিকিৎসা খরচ মেটাতে পারছেন না। প্রকৃত আয় কমায় আত্মহত্যার ঘটনাও ঘটছে।

গতকাল বিকালে রাজধানীর শাহবাগে এক নাগরিক সমাবেশে অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়। গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক অঙ্কন চাকমার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক হারুন-অর-রশিদ।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ সমাবেশে সংহতি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর