রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ০০:০০ টা
ময়মনসিংহে চুরির অপবাদে নির্যাতন

অভিমানে কিশোরের আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

চুরির অপবাদ দিয়ে অমানবিক নির্যাতনের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে হোসাইন নামে এক কিশোর। পরিবারের অভিযোগ, সেচপাম্প চুরির অপবাদ দিয়ে ময়লা পানিতে চুবানো ও মারধর করায় হোসাইন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিমের লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে দাফন করা হয়েছে। নিহত হোসাইন ওই গ্রামের শামীম মিয়ার ছেলে। মা হারা হোসাইন থাকতেন দাদির কাছে। আর ঢাকায় বাবা রিকশা চালান।

জানা গেছে, সম্প্রতি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেনের একটি বৈদ্যুতিক সেচপাম্প চুরি হয়। সেটির খোঁজ পেতে হোসাইন নামে ওই কিশোরকে ধরে নিয়ে তোফাজ্জলের স্ত্রী সুফিয়া খাতুন ডোবার ময়লা পানিতে চুবায়। এরপর তার ছেলে নাঈম ও দেবর আলী হোসেন হোসাইনকে মারধর করে। পাম্পটি পরে স্থানীয় বাজারের একটি দোকান থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর আত্মহত্যা করে হোসাইন। ভিকটিমের দাদি রোকেয়া বলেন, ঘটনার পর হোসাইনকে খুবই অন্যমনস্ক দেখা যায়। একপর্যায়ে ঘরে ঢুকেই দরজা আটকিয়ে দেয়। দীর্ঘসময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে গিয়ে দেখি হোসাইন তার বোনের ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে। এদিকে ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত তোফাজ্জল হোসেন ও তার পরিবারের লোকজন।

সর্বশেষ খবর